বেঙ্গলী অ্যাকাডেমিয়া ফর সোশ্যাল এম্পোওয়ারমেন্ট বা সংক্ষেপে বেস এর বিরুদ্ধে অকারণে কুৎসা রটনার প্রতিযোগিতা শুরু হওয়াতে আমরা প্রকৃত ঘটনা সংক্ষেপে জনসমক্ষে নিয়ে আসার প্রয়োজনীয়তা অনুভব করছি।
বেস এই মর্মে আগেও জানিয়েছে এবং পুনরায় জানাচ্ছে, যেহেতু বেস উন্নয়ন মূলক সংস্থা, ধর্মীয় সংস্থা নয়, সেহেতু কোন ধর্মীয় বিধান এর পক্ষে বা বিপক্ষে প্রচারমূলক কোন পদক্ষেপ কোনদিন নেয়নি। ইসলাম বিরোধী কোন কর্মকান্ডে কখনোই অংশগ্ৰহণ করেনি। সমকামীতার পক্ষে কোন প্রচার এর প্রশ্নই ওঠে না। বেস ইসলাম বিরোধী তো নয়ই, বরং অন্য ধর্মের ব্যাপারেও সহনশীল। ধর্মের বিরোধিতা বা ধর্মের প্রচার নয়, বিভিন্ন ধর্মে বিশ্বাসী প্রান্তিক মানুষের উন্নয়ন এর লক্ষেই নিবেদিত আমরা।
এই কুৎসা রটনার হাতিয়ার হিসাবে ব্যবহ্নত হচ্ছে ঈদ উপলক্ষে আয়োজিত এক মিলন অনুষ্ঠান যেখানে মুসলিম এবং অমুসলিম সকলেই আমন্ত্রিত ছিলেন। ওই অনুষ্ঠানে বেস ম্যাগাজিনের ঈদ সংখ্যা প্রকাশিত হয়। ওই সংখ্যায় অন্যান্য সাহিত্যের সঙ্গে “ক্যুইয়ার মি” নামে একটি ছোট ইংরেজি কবিতা ছিল যা পাঠিত হয়। ইংরাজী “ক্যুইয়ার” শব্দের আভিধানিক অর্থ এবং পরিভাষাগত ব্যাখা বর্জন করে উদ্দেশ্য প্রণোদিত ভাবে “সমকামী” অর্থ আরোপন করে এবং কবিতার ভুল ব্যাখ্যা এই কুৎসা প্রচারের মূলে। বাংলা সমকামী শব্দের ইংরাজী প্রতিশব্দ “হোমো সেক্সুয়াল”, “গে”, “লেসবিয়ান” ইত্যাদি। ঘটনার সূত্রপাত নিজেকে সাংবাদিক দাবি করে এক যুবকের কবিতাটির এবং সভাগৃহে “ফ্রি মিক্সিং” এর প্রতিবাদ এবং সংশ্লিষ্ট কিছু অবাঞ্ছিত ঘটনা।
একটা দৈনিক পত্রিকা, গত পনেরো দিনে দশের অধিক রিপোর্ট করে সমকামীতাকে বাঙালি মুসলিম সমাজের প্রধান আলোচ্য বিষয়ে পরিণত করেছে। দুঃখের বিষয়, এই কাজে দৈনিক কাগজটি বেসের সাথে যাঁরা সম্পর্কিত নয় ও বেসের সঙ্গে যাদের এখন কোন যোগাযোগ নেই তাঁদের বক্তব্য সংগঠনের নামে চালিয়ে ভুরি ভুরি মিথ্যা প্রচার করে চলেছে। স্বাভাবিক ভাবে প্রশ্ন উঠছে সমকামীতার প্রচারই পত্রিকাটির এই প্রচার অভিযানের মূল উদ্দেশ্য কিনা !
সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন মানুষজনের কাছে বিনীত নিবেদন এই সকল কুৎসা এবং ভ্রান্তিমূলক প্রচারে প্রভাবিত হবেন না। আপনারা নিশ্চয় বুঝতে পারছেন কেন একটা পত্রিকা আমাদের বিরুদ্ধে এই সিরিজ চালিয়ে যাচ্ছে। বেসের মতো সংগঠনকে নিয়ে কেন এই পত্রিকা অতিসক্রিয়তা দেখাচ্ছে সেটা নিশ্চয় আর আপনাদের বোঝাতে হবে না I আমাদের বিশ্বাস, এই পত্রিকার মিথ্যাচার ও দ্বেষকে আপনারা প্রশ্রয় দেবেন না l