Statement in Bengali Regarding Eid Milan 2023 Incident

৩০শে এপ্রিল ২০২৩, শান্তি ও সম্প্রীতির লক্ষ্য নিয়ে আমরা একটা সুন্দর ঈদ মিলন অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। অনুষ্ঠানের শেষের দিকে একজন অংশগ্রহণকারীর পাঠ করা একটা কবিতার বিকৃত (ভুল) ব্যাখ্যা করে দু তিন জন ছেলে একটা বিতর্ক তৈরী করার চেষ্টা করে।
ওই পরিস্থিতিতে উপস্থিত কিছু দর্শক এই রকম গন্ডগোল করার বিরোধিতা করে। সংগঠকদের মধ্যে থেকে কিছু লোকজন ও এই রকম একটা সুন্দর অনুষ্ঠান এই অভব্যতা হতে দেওয়া উচিত নয় মনে করে এবং তা বন্ধ করতে অনুরোধ করে ও বিবাদসৃষ্টিকারীদের চলে যেতে বলে। কিন্তু এরা সভাকক্ষের ভিতরে ও বাইরে গিয়ে অনেক গালিগালাজ ও হুমকি দেয়। নিরাপত্তারক্ষী ও উপস্থিত মানুষজনের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে এবং ইতিমধ্যে অনুষ্ঠান ও শেষ হয়।
রাতের দিকে তারা আয়োজকদের ভাবমূর্তি ক্ষুন্ন করার উদ্দেশ্য নিয়ে কিছু মন্তব্যসহ অনুষ্ঠানের কিছু নির্দিষ্ট অংশের ভিডিও ক্লিপ এবং উদ্যোক্তা দের উদ্দেশ্যে একটা ভ্রান্তি মূলক লেখা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। পুরো ঘটনাটা থেকে মনে হয় যে এই সব ছেলেরা ঈদ-মিলনের এই সম্প্রীতির অনুষ্ঠানটিকে কালিমালিপ্ত করার জন্য পূর্ব পরিকল্পিত ভাবে এইসব করেছেI যার ফলে প্রান্তিক সমাজের একটি শান্তিপূর্ণ অনুষ্ঠানের ভাবমূর্তি বিকৃত আকারে সমাজের সামনে প্রতিপন্ন হয়। এখন, এটা খুব স্পষ্ট যে বিতর্কটি একটি পরিকল্পনা মাফিক তৈরি করা হয়েছে এবং এরা অসাধু উদ্দেশ্য নিয়ে অনুষ্ঠানে এসেছিলো।
আমরা সমাজের প্রান্তিক মানুষ দের জন্য কাজ করি আর সেটা করে যাবো। আমরা সকলকে আশ্বস্ত করছি যে আমাদের সম্প্রদায় ও সমাজের জন্য আমাদের অঙ্গীকার এবং কার্যক্রমকে বাধা দিয়ে এই ধরনের অসাধু প্রচেষ্টা কখনই সফল হবে না।