Programme on “Women’s Health, Hygiene and Wellbeing” by BASE

Bengali Academia for Social Empowerment (BASE) organised a special lecture on “Women’s Health, Hygiene and Wellbeing” on 24 September 2023 at the Meeting Hall of BASE situated at Kaikhali, Kolkata.

Dr. Tania Sarkar spoke on the topic and interacted with the audience. Participants were highly benefited by the enriching lecture and discussions.

BASE will continue such an interactive session in the future too.

বেস অর্থাৎ বেঙ্গলি অ্যাকাডেমিয়া ফর সোস্যাল এমপাওয়ারমেন্ট-এর উদ্যোগে কলকাতায় অবস্থিত বেসের সদর দফতর কৈখালীতে পিছিয়ে পড়া মহিলা ও আশা কর্মীদের নিয়ে একটি স্বাস্থ্য বিষয়ক সচেতনতা মূলক শিবির অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের মূল বিষয় “ওমেন হেলথ, হাইজিন এন্ড ওয়েলবিয়িং”। অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার তানিয়া সরকার উনি উক্ত বিষয়ের উপরে আলোচনা করেন। এয়ারপোর্ট এবং কৈখালী সংলগ্ন এলাকার মহিলা, আশাকর্মী, কয়েক জন অধ্যাপিকা এবং গবেষক উক্ত আলোচনাতে অংশগ্রহণ করেন। বেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ড. শেখ কবিতা (অধ্যাপিকা), তানিয়া পারভীন (গবেষক), সামিয়া রোশনি (অধ্যাপিকা), ড. জেসমিন মণ্ডল (অধ্যাপিকা), সাঈদ ফরিদা (সমাজসেবী), নুরজান খাতুন, সায়রা বিবি সহ আরও অনেকে। ডা. তানিয়া সরকার খুবই সাবলীল ভাষায় মহিলাদের স্বাস্থ্য নিয়ে খুঁটিনাটি বিষয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন যেটা অংশগ্রহণকারীদের অনেক উপকৃত করেছে। আলোচনাতে উঠে এসেছে মহিলাদের বিভিন্ন শারীরিক সমস্যা যেমন ব্রেস্ট ক্যান্সার, পিসিওডি, ম্যেনুপসাল প্রিকসন আরও অনেক বিষয় এবং তার সমাধান। বেস এর পক্ষ থেকে ড. শেখ কবিতা জানান যে, “পিছিয়ে পড়া শ্রেণীর মানুষদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা কম, মহিলাদের স্বাস্থ্য নিয়ে আলাদা করে তেমন গুরুত্ব দেওয়া হয়না, তাই সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্য নিয়েই এই প্রোগ্রাম করা। ভবিষ্যতে বেস এমন প্রোগ্রাম আরও করে যাবে।‌‌”