সদর্শন টিভির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের হওয়া মামলার শুনানি চলাকালে বিচারপতি কে এম জোসেফ বলেন, তিনি লক্ষ্য করেছেন এই সুদর্শন টিভি প্রকারান্তরে সাম্প্রদায়িকতা প্রচার করে। যা সংবাদমাধ্যমের কাজ নয়।
বিচারপতি কে এম জোসেফ, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুড় ও বিচারপতি ইন্দু মালহোত্রা এই তিন সদস্যের বেঞ্চে, বিচারপতি জোসেফ উল্লেখ করেন তথ্য সম্প্রচার আইন ১৯৯৪ এর প্রোগ্রাম কোডের প্রসঙ্গ। এই আইনের ৬(গ) ধারায় উল্লেখ করা আছে, এমন কোনও অনুষ্ঠান যা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার পরিপন্থী তেমন কিছু প্রচার করা যাবে না।
সুদর্শন টিভির পক্ষে বর্ষীয়ান আইনজীবী শ্যাম দিওয়ান এই অভিযোগ অস্বীকার করেন। তাঁর দাবি এই ইউপিএসসি জিহাদ সংবাদটি সুদর্শন টিভির এক তদন্তমূলক সংবাদ। বিচারপতি জোসেফ মনে করিয়ে দেন তথ্য ও সম্প্রচার আইনের কথা। দীর্ঘ শুনানির পর আদালত সুদর্শন টিভির এই বিতর্কিত বোল বিন্দাস শো’টির ওপর নিষেধাজ্ঞা জারি করে।