BASE tribute to, the great social reformer, E. V Ramasamy (Periyar)

BASE tribute to, the great social reformer, E. V Ramasamy better known as Periyar, on the occasion of his 142th birth anniversary. His journey as a social reformer was based on rights, upliftment and empowerment of women & lower castes. Founder of ‘Self-respect movement’ & father of ‘Dravidian movement’, Periyar is well acclaimed as a stalwart of opposing to caste & gender inequality, discrimination and untouchiblity. As a preacher of rationalism, self-respect & womens’ rights, he inspires the struggles of marginalized people. Periyar was decades ahead of his time, his foresight for equal society, feminism & socialism is extremely relevant even in today.

১৭ সেপ্টেম্বর, ২০২০, মহান সমাজকর্মী ও সমাজ সংস্কারক ই ভি রামস্বামী পেরিয়ারের ১৪২ তম জন্মবার্ষিকী। দ্রাবিড় আন্দোলনের পিতা হিসাবে খ্যাত পেরিয়ার মহিলাদের অধিকার, ক্ষমতায়ন ও উন্নয়নের কাজে নিযুক্তছিলেন। সমাজ সংস্কারক ও রাজনীতিবিদ পেরিয়ার আত্মমর্যাদা ও দ্রাবিড়নাড়ু আন্দোলনের সূচনা করেন। এই দুই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল সমাজের জাতিভেদ প্রথা ও অস্পৃশ্যতা থেকে মুক্তি। যুক্তিবাদ, স্ব-সম্মান, মহিলাদের অধিকার এবং বর্ণ বিভেদ নির্মূলের কান্ডারি ই ভি রামস্বামী পেরিয়ার-এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে BASE এর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী। তাঁর সমাজ সংস্কারমূলক কাজ বর্তমানেও তাৎপর্যপূর্ণ ও আগামীর পথপ্রদর্শক।