ওগো, আজ তোরা যাসনে ঘরের বাইরে
রবীন্দ্রনাথ ঠাকুর
মহামারী এই প্রবল দিনে বর্ষা কবিতার এই লাইনটি খুবই প্রাসঙ্গিক।
সুখে দুঃখে,ভালো মন্দে সর্বত্রই কবি পথ দেখান। বাঙালির কবি হয়েও তিনি বিশ্বকবি রূপে বন্দিত।
বিশ্বকবির জন্মদিনে আমরা কবিকে জানাই শ্রদ্ধা।