BASE online Classes

Bengali Academia for Social Empowerment (BASE) বিভিন্ন বিষয়ের উপর অনলাইন ক্লাস আরম্ভ করেছে। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থেকে শুরু করে স্কুল শিক্ষক এবং বিশেষ খ্যাতনামা অভিজ্ঞ টিউশন শিক্ষকরা এই ক্লাস গুলো নেবেন। আশা করা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক এর ছাত্রছাত্রীরা এর দ্বারা বিশেষ ভাবে উপকৃত হবে।

চলতি দীর্ঘ মহামারী এবং তার অপরিহার্য ফলাফলের কথা সামনে রেখে এই পদক্ষেপটি নেওয়া হয়েছে যাতে ছাত্রছাত্রীরা এই লকডাউনের কঠিন সময়েও বাড়িতে বসেই পড়াশুনা চালিয়ে যেতে পারে। এছাড়াও BASE কলেজ এবং উনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্য এবং NET, SET অনুরাগীদের জন্যে বিশেষ Lecture এবং Panel Discussion সিরিজ চালাচ্ছেন। সমস্ত অনলাইন লেকচার এবং ক্লাস গুলো ‘BASE Bengal’ ইউটিউব চ্যানেল এ পাওয়া যাবে।

বহুদিনধরে অনেক মানুষের চাহিদা ছিল BASE ছত্রছাত্রীদের গাইড হিসেবে কিছু করতে এবং BASE সেটা আজ করতে পেরেছে। অতএব, সর্বসাধারণকে, *বিশেষভাবে অভিভাবক এবং শিক্ষকদের অনুরোধ করা হচ্ছে যেন তারা এই তথ্যটি পরিচিত সমস্ত ছাত্রছাত্রীর কাছে পোঁছেদেন, যাতে করে এই দুঃসময়েও তারা যেন তাদের লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যেতে পারে।*

 

### ক্লাস লিংক : https://meet.google.com/mcx-hhrb-git

ক্লাসের সময় : সন্ধ্যা 6 টা

যোগাযোগ করুন: office@basebengal.in

যোগাযোগ : 9830972765 / 8296418300

ধন্যবাদ!