শুভ নববর্ষ ১৪২৯। “রবি শশী তারা প্রভাত-সন্ধ্যা তোমার আদেশ কহে- ‘এই দিবা রাতি আকাশ বাতাস নহে একা কারো নহে। এই ধরণীর যাহা সম্বল,- বাসে-ভরা ফুল, রসে-ভরা ফল, সু-স্নিগ্ধ মাটি, সুধাসম জল, পাখীর কন্ঠে গান,- সকলের এতে সম অধিকার, এই তাঁর ফরমান !” সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। ভালো কাটুক সারা বছর। শুভ নববর্ষ ১৪২৯।