প্রজাতন্ত্র দিবস,২0২৩ উদ্‌যাপন

      প্রজাতন্ত্র দিবস উপলক্ষে 26 January, 2023 বিকাল 3 টা থেকে BASE অফিসে বাচ্চাদের নিয়ে একটা অনুষ্ঠান হবে।

  • তাৎক্ষণিক ভাষণ

  • কবিতা আবৃত্তি

  • কুইজ

  • অঙ্কন প্রতিযোগিতা

  • সংবিধানের প্রস্তাবনা মুখস্ত বলা।

              যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তারা BASE অফিস এ নাম লিখিয়ে যেতে পারেন।

              প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে।

             স্থান: BASE অফিস

             মন্ডলগাঁথি

              কৈখালী