উজ্জ্বল ব্যক্তিত্ব সাফিয়া খাতুন এর স্মৃতিচারণ ও শ্রদ্ধাজ্ঞাপন

সাফিয়া খাতুন (১৯০৬- ১৯৮৯) ছিলেন অবিভক্ত বাংলার প্রথম বাঙালি মুসলমান মহিলা যিনি দীর্ঘকাল ধরে সফলভাবে এবং সুনামের সঙ্গে পত্রিকা সম্পাদনা করে গেছেন। কুখ্যাত রাওলাট আইন এবং ব্রিটিশ সরকারের প্রদত্ত অন্যান্য আইনের রক্তচক্ষু উপেক্ষা করে তিনি সমাজ সংস্কারের কাজ করে গেছেন।

তদানীন্তন বাঙালি মুসলমান নারীসমাজের অন্দরমহলের পর্দানশীন জীবন যাপনের গতানুগতিক ধারার বাইরে সাফিয়া খাতুনের মত উজ্জ্বল ব্যক্তিত্ব এক নতুন বৃত্তান্ত তুলে ধরে।
১৩২৮ বঙ্গাব্দ অর্থাৎ ১৯২১ সালে তিনি আন্নেসা পত্রিকা প্রকাশ করেন। ব্রিটিশ বিরোধী বিপ্লবী চেতনার প্রচার করাই ছিল এই পত্রিকার মূল উদ্দেশ্য।
পত্রিকা প্রকাশনের পাশাপাশি তিনি বাংলার বিভিন্ন পত্র পত্রিকায় লিখে গেছেন অক্লান্তভাবে। ১৯১১ থেকে ১৯২৫ সালের মধ্যে তাঁর লেখা প্রবন্ধ, প্রতিবেদন ইত্যাদি পাঠকের দৃষ্টি আকর্ষণ করে। বেগম রোকেয়ার পর বাংলায় তিনি ছিলেন নারী শিক্ষার অন্যতম প্রবর্তক। ১৯৮৯ সালের ২২ শে সেপ্টেম্বর তিনি কাঁকরা গ্রামের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।